শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মুসলমানের ওপর মুসলমানের অধিকারগুলো কী কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: মুসলমানের ওপর মুসলমানের অনেক অধিকার রয়েছে। ১০টি অধিকার এখানে উল্লেখ করা হলো।

১. মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দেবে, সে সালাম দিলে তার সালামের উত্তর দেবে।

২. মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে।

৩. মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে।

৪. সামর্থ্য অনুযায়ী মুসলমান ভাইয়ের সাহায্য করবে।

৫. মুসলমান ভাই কোনো ব্যাপারে পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে।

৬. মুসলমান ভাই অসুস্থ হলে তার সেবা করবে, তাদে দেখতে যাবে।

৭. তার সাথে বিনয়ী আচরণ করবে।

৮. মুসলমানের গীবত করবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না বা উপহাস করবে না। তার দোষ ত্রুটি খুঁজে বের করবে না। তার প্রতি কোন ধরনের অপবাদ দিবে না। তাকে ধোকা দেবে না, প্রতারণা করবে না। তাকে গালি দেবে না।

হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা

তাকে হিংসা ও ঘৃণা করবে না। তার প্রতি মন্দ ধারণা করবে না। তার গোপনীয় বিষয় জানার জন্য গোয়েন্দাগীরি করবে না। তার সাথে খিয়ানাত করবে না এবং তিন দিনের বেশি তার সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে না।

৯. তার পদস্খলন বা ত্রুটি ক্ষমা করবে। তার দোষ-ত্রুটি গোপন রাখবে। তার পেছনেও তার সম্মান রক্ষা করবে। তার প্রতি ন্যায় বিচার করবে এবং তার সাথে এমন আচরণই করবে যা সে পছন্দ করে।

সে বড় হলে শ্রদ্ধা করবে। ছোট হলে স্নেহ করবে। সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।

১০. মুসলমান ভাই মারা গেলে তার জানাযায় অংশগ্রহণ করবে।

দাওয়াত ও তাবলীগের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের করণীয়

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ