মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপির প্রার্থী তালিকায় নেই প্রভাবশালী অনেকের নাম প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র নবীন বরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবীন বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

চবি সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব আর রহমান এর সঞ্চালনায় আজ সকাল ১১টায় ক্যাম্পাস কার্যালয়ে এ অনুষ্টান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির সেক্রেটারি জেনারেল এম হাসিবুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে নবীন ছাত্রদের মাঝে ইসলামী রাষ্ট্রের রুপরেখা ও তা প্রতিষ্টার উপর গুরুত্বপুর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, স্বাধিনতার ইশতেহারে যে সাম্য-মানবিক মর্যাদা ও বাক স্বাধিনতার কথা ছিলো তা আদৌ পরিপূর্ণভাবে পায়নি জনগন।

যে ছাত্র জনতা বায়ান্ন ও স্বাধিনতার নেতৃত্ব দিয়েছে আজ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ক্ষমতার সিড়ি হয়ে তারা হল দখল, টেন্ডার ও হত্যা-সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে।

আজ কোন ছাত্র যখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে তখন মা বাবা প্রথম যে উপদেশটা দিয়ে থাকে তা হলো "বাবা কোন ধরণের রাজনীতিতে নিজেকে জড়াবেনা"।

যে ছাত্র রাজনীতি ছিলো গৌরবের কেনো আজ মা বাবারা সে ছাত্র রাজনীতি তার সন্তানকে নিষেধ করছে? তার একমাত্র কারণ আজকের অসুস্থ ও ক্যাডারভিত্তিক ছাত্র রাজনীতি।আর তার জন্য দায়ি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন।

তারা আজ সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। ছাত্রদের ঠেলে দিচ্ছে অনৈতিকতার দিকে।
তাই ক্যাম্পাস জীবনে শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা, ইসলাম ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হলে একটি প্লাটফর্ম হিসেবে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই।

তিনি নবীন ছাত্রদের মাঝে ব্যক্তি জীবনে সালাত আদায়ের পাশাপাশি রাষ্ট্রিয় জীবনে সালাত প্রতিষ্টার দাওয়াত প্রদান করেন।

অনুষ্টান শেষে নবীনদের মাঝে সাংগঠনিক প্রকাশনা সাম্পগ্রি উপহার হিসেবে বিতরণ করেন চবি ইশা ছাত্র আন্দোলন নেতারা।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রিয় শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি নূরুল বশর আজিজী, চট্টগ্রাম উত্তরজেলা সহ সভাপতি এমদাদ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি আতিকুর রহমান নবীন, চবি কমিটির সহ সভাপতি নিজাম উদ্দীন, দফতর সম্পাদক খোরশেদ, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি)এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আব্দুল কাদের জিলানী প্রমুখ।

আরো পড়ুন- কাকরাইল মারকাজ ছাড়তে হচ্ছে মাওলানা জুবায়ের ও ওয়াসিফকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ