শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জোটের স্বার্থে সিলেট-৪ আসন আমাদের দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা মাসিক বৈঠক ২৬ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার হোসাইনিয়া আরাবিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ মাওলানা আবদুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমুকীর সম্মুখীন। মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। সরকার উন্নয়নের নামে লুটপাট করে যাচ্ছে। সিলেট-৪ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা।

তিনি বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দ যে কয়েকটি আসন ২০ দলীয় জোটের কাছে দাবী করেছে তার মধ্যে সিলেট-৪ আসনটি অন্যতম। আমি আশাকরি জোটের বৃহৎ স্বার্থে সিলেট আসন জমিয়তকে ছাড় দিবে।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, প্রচার সম্পাদক ডা. মাওলানা আবুল খায়ের, সহ প্রচার সম্পাদক মাওলানা সিফতুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আজিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা হাসান আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাওসার, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহফুয আহমদ, মাওলানা মাশুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা জাকির হোসাইন, অফিস সম্পাদক মাওলানা এখলাছুল আম্বিয়া, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা তোফাজ্জুল, আবুল হাসানাত, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ মাহফুয প্রমুখ।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ