শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ময়মনসিংহে ৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে যুদ্ধাপরাধের অভিযোগে স্থানীয় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ১নং আমলী আদালতে সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা মেশর উদ্দিন মন্ডল (৮৫) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৬৮), সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফকির (৭২), মোহাম্মদ আলী (৬০), আইয়ুব আলী (৫৯) ও মো: ইসমাইল হোসেন(৫৮)।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালে রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের ১১ নভেম্বর বিকেলে রফিকুল ইসলামের নেতৃত্বে আসামিরা স্থানীয় নূরুল ইসলামকে ধরে নিয়ে মাহাবুবুর রহমান ফকিরের বাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে জবাই করে হত্যা করে বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

একই সাথে তারা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা করে ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে স্বাধীনতার পক্ষের মানুষদের ধরে এনে হত্য করে গণকবর দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হলেও ওইসব রাজাকারদের মাঝে কোন পরিবর্তন আসেনি।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. পীযূষ কান্তি সরকার জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছে।

টিএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ