মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ব্রিটিশবিরোধী আন্দোলনে শহিদের স্মরণে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, শহিদ আলকাছ দেশ-জাতির গর্ব ও অংহকার। ১৯৪৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলকাছ তার বুকের তাজা রক্ত ঢেলে জীবন দিয়ে শহিদ হয়ে প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক।

তার জন্ম সিলেট নগরীর চারাদিঘিরপাড়। এ এলাকার বাসিন্দারা তাকে নিয়ে গর্ববোধ করেন। শহীদ আলকাছের জীবন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলে উল্লেখ করে অধ্যক্ষ মাসউদ।

তিনি আরো বলেন, শহিদ আলকাছের নামে এখন পর্যন্ত সিলেটে উল্লেখযোগ্য কোনো নামকরণ না করা অত্যন্ত দুঃখজনক।

গত ২৪ এপ্রিল মঙ্গলবার রাতে নগরীর চারাদিঘিরপারস্থ কাউন্সিল জাবেদের কার্যালয়ে ১৯৪৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আলকাছ এর ৭১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পরিবারবর্গ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন  করেন।

সভায় বক্তারা শহীদ আলকাছ এর নামে সিলেট নগরীতে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তার নামে নামকরণের জোর দাবী জানান। অনুষ্ঠানে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের তার ব্যক্তিগত উদ্যোগে শহীদ আলকাছ এর নামে প্রতি বছর ৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রফেসর মুহিবুর রহমানের সভাপতিত্বে ও শহীদ আলকাছ এর ভাতিজা সমাজসেবী আশিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বেলাল উদ্দিন, হাজী আজাদ মিয়া, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শহিদ আহমদ, হাজী রফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আয়াতুল ইসলাম খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী ইকরাম আহমদ। বক্তব্য রাখেন দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি আসআদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ খান।

উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের, শহীদ আলকাছ পরিবারের আনোয়ার হোসেন, হাজী আজাদ মিয়া, হাজী রফিক মিয়া, আব্দুস শহীদ, মোঃ আলমগীর, সিদ্দেক আহমদ, মোঃ ঈসমত, মোঃ জাকারিয়া, মোঃ জুনেদ, মোঃ শাহির, আছাদ আহমদ, মিলাদ আহমদ, আওলাদ হোসেন, মোস্তাক আহমদ, মোঃ মঈন, মোঃ গিয়াস, মোঃ জইন, রকিব, সোহেল, সালেহ, সালমান, সামি, আনছার, আনহার, আরিফ, রুহেল, আলম, সুমন, জাবেদ, জিছান, ছামি প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আসআদ আহমদ।শেষে শহীদ আলকাছ এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসএস

আরো পড়ুন : নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত আসারামসহ ২ সঙ্গী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ