সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

‘ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে সকল দুর্নীতির মূলোউৎপাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের দুর্নীতির কোনো অভাব নেই। কিন্তু আমাদের কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি নেই। শিক্ষামন্ত্রী কম কম করে ঘুষ খেতে বলেছেন। তাহলে দেশ আজ কোন পর্যায়ে আছে তা আর বুঝতে বাকি নেই।

নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা আজিমুদ্দীন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আহমেদ শাফি, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) হাফেজ মাওলানা ওমর আলী ও মাওলানা মোস্তাফিজুর রহমান এ দুজনের মধ্যে যে কোনো একজনকে মননোয়ন দেয়া হবে বলে জানান।

এছাড়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) মাওলানা আনিছুর রহমান, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আলহাজ ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম, নওগাঁ-৫ (নওগাঁ সদর) মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) কাজী শাহ জাহানকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

৩০০ আসনে নির্বাচনে প্রস্তুত ইসলামী আন্দোলন; ২২৯ প্রার্থী চূড়ান্ত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ