শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মাহমুদ মাদানির সাক্ষাত; সহিংসতা বন্ধের কঠোর হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

ভারতে সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদীদের বিরুদ্ধে দীর্ঘ দিনের সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানির নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংএর সাথে সাক্ষাত করেছে।

এ সময় মাওলানা মাহমুদ মাদানি গত কিছুদিন ধরে পরপর সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মাওলানা মাদানি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, রাম নবমীর শোভাযাত্রা থেকে দেশের বিভিন্ন জায়গায় বিশেষত বিহার, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা এবং প্রকাশ্যে মসজিদ ও পবিত্র স্থাপনাগুলোর অসম্মান দেশের শন্তিপ্রিয় নাগরিকদের গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

মাওলানা মাহমুদ মাদানি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সহিংসতা থেকে নিরপরাধ নাগরিকদের রক্ষার আহ্বান জানান।

আরও পড়ুন: দেওবন্দের ছাত্রদের মধ্যে ১৫ লক্ষ রুপির কিতাব বিরতণ

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন, জমিয়তে ওলামায়ে হিন্দের মজলিসে আমেলার রোকন নিয়াজ আহমেদ ফারুকি, মাওলানা শাকিল আহমদ এবং জমিয়তের ওলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিম উদ্দীন কাসেমি প্রমুখ।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ