বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী’র সেমিনার ৫ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ৫ এপ্রিল (বৃহস্পতিবার) মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা’’র প্রথম বার্ষিক সমাপনী উপলক্ষে দিনব্যাপী আরবি বাংলা সাহিত্য বিষয়ক বিশেষ সেমিনার ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১ম অধিবেশন : সকাল ৮টা থেকে দুপুর ১২টা

মাওলানা আরীফ উদ্দীন মারুফ, শাইখূল হাদীস, জামিয়া ইকরা বাংলাদেশ, মাওলানা সফিউল্লাহ ফুআদ, প্রধান আদিব, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা, মাওলানা শামসুল হক সিদ্দীক, মারকাযুল লোগাহ আল আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী বিষয় ভিত্তিক আরবি আলোচনা করবেন।

২য় অধিবেশন: দুপুর ২টা থেকে মাগরিব

মাওলানা উবায়দুর রহমান খান নদভী , মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা হুমায়ূন আইয়ুব এ অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

৩য় অধিবেশন : বাদ মাগরিব

এ অধিবেশনে মারকাযের ইফতা, আদব, লোগাহ, ও হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। এ অধিবেশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ইয়াহইয়া জাহাঙ্গীর, খতীব বাইতুল মামুর জামে মসজিদ, নবীনবাগ ঢাকা ও মাওলানা জাফর আহমদ,শাইখুল হাদীস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ,ঢাকা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা হাসান ফারুক শাইখুল হাদীসরওজাতুল উলূম আনারপুরা গজারিয়া মুন্সিগঞ্জ।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন মারকাযু শাইখিল ইসলামের সম্মানিত প্রিন্সিপাল মুফতি আবদুর রাযযাক আল হুসাইনী।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালক ও ব্যবস্থাপক, মারকাযের ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল আলীম অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ