বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মারকাযুত তাকওয়ার মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ৫ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র ২০১৭/১৮ শিক্ষাবর্ষে ইফতা বিভাগের ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আগামী ৫ এপ্রিল হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷

জানা যায়, ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মারকায অডিটোরিয়ামে বক্তৃতা প্রতিযোগিতা শুরু হবে৷ বক্তৃতার বিষয়, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভূমিকা৷’

নিয়মাবলী
প্রতিযোগীকে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে৷
প্রতিযোগিতার ২ দিন আগে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷
প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে৷
প্রত্যেক প্রতিযোগীর নির্ধারিত সময় ৫ মিনিট৷

বক্তৃতা পর্বে বিচারক থাকবেন, নজরুল গবেষক ও মুক্তিযোদ্ধা কবি মহিউদ্দীন আকবর এবং গবেষক আলেম, লেখক, অনুবাদক মাওলানা আমীমুল ইহসান

মারকাযের শিক্ষক মুফতি সানাউল্লাহ জানিয়েছেন, বক্তৃতায় ১ম পুরস্কার থাকছে ৫০০০ টাকার বই৷ ২য় পুরস্কার ৩০০০ টাকার বই এবং ৩য় পুরস্কার ২০০০ টাকার বই৷

তিনি আরো জানান, একই দিন হামদ নাত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। যা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কোনো বয়সের ছাত্ররা এতে অংশ নিতে পারবে।

হামদ নাত পর্বে বিচারক
হুমায়ুন কবির শাবিব, পরিচালক : স্বপ্ন সিঁড়ি। মাওলানা নাঈমুল হক, পরিচালক : শিহরণ শিল্পীগোষ্ঠী

এ পর্বে  ১ম পুরস্কার ২০০০ টাকার বই,  ২য় পুরস্কার ১৫০০ টাকার বই ও ৩য় পুরস্কার ১০০০ টাকার বই৷

একই দিন প্রতিযোগিতা পর্ব শেষ হওয়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মারকাযের মুহতামিম, খ্যাতিমান মুফাসসিরে কুরআন মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও প্রখ্যাত উলামায়ে কেরাম।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের মারকাযে স্বশরীরে
উপস্থিত হয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

যোগাযোগ 
যাত্রাবাড়ি-শনিরআখড়া সড়ক,  ফ্লাইওভার গেট, জামাল মার্কেট (৩য় তলা)।
০১৯৪১-৬৮৬৪৯৫

এসএস

আরো পড়ুন : তাসলিমা নাসরিনের প্রতি খোলাচিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ