সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় গোপনাঙ্গে লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় গোপনাঙ্গে লাথি মেরে তাকে গুরুতর আহত করা হয়েছে ঢাবির উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগ উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক হাসান গাজীকে।

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্যার এ এফ রহমান হলের গেস্ট রুমে এ ঘটনা ঘটে।

মারধরে নেতৃত্ব দানকারীরা হলেন হল শাখা ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের কাউসার মণ্ডল ও ছাত্রলীগের অর্থ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেলিম রেজা। উভয়েই ৩য় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী এবং অভিযুক্তরা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের অনুসারী।

এদিকে, মারধরের পরে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হাসান গাজীকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

জানা যায়,  হাসান গাজীকে মারধরের পর থেকে তার প্রশ্রাব বন্ধ হয়ে যায়। ডাক্তার ওই শিক্ষার্থীকে ইউএসজি করাতে বলেছে। তবে এখন পর্যন্ত তার সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার বলেন, তাকে আমি দেখতে না গেলেও তার চিকিৎসার সব ভার আমি নেব। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার বলেন, ঘটনা ঘটেছে সত্যি। যারা এ সংগঠনপরিপন্থী কাজ করেছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নেব।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওর চিকিৎসা হচ্ছে। আমরা হলের পক্ষ থেকে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে যদি এমন কিছু ঘটে থাকে তবে আমরা হল প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ