শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


শিবচরে ভয়াবহ আগুন; ৪০ বাড়ি ভস্মীভূত, খোলা আকাশের নীচে ১৮ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরের দক্ষিন বহেরাতলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি বসতঘরসহ ৪০ টি ঘর বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালংকার, ফসলসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। বইছে কান্নার রোল। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দোপকান্দি গ্রামে মাদবর বাড়িতে রান্নাঘর থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে ততক্ষনে খবির মাদবরের বসতঘরসহ ৩ টি ঘর, আলমগীর মাদবরের ৪ টি ঘর, ওয়াসিম মাদবরের ২ টি ঘর, ইব্রাহিম মাদবরের ৩ টি ঘর, মজিবর মাদবরের ২ টি ঘর, জসিম মাদবরের ২ টি ঘর, আমির মাদবরের ২ টি ঘর, দিলু মাদবরের ৩ টি ঘর, নুরু মাদবরের ২ টি ঘর, আফজাল মাদবরের ৩ টি ঘর, কামাল মাদবরের ২ টি ঘর, মালেক মাদবরের ২ টি ঘর, জামাল মাদবরের ২ টি ঘর, হবি মাদবরের ২ টি ঘর, দাদন মাদবরের ২ টি ঘর, জিয়া মাদবরের ২ টি ঘর, ফারুক মাদবরের ১ টি ঘর, মোহাম্মদ মাদবরের ১ টি ঘরসহ ৪০টি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, আসবাবপত্র, ধান, পাট, সরিষা, মশুুরিসহ বিপুল পরিমান ফসল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানিয়েছে।

বিকেলে শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ