বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান

সৌদি আরবের ফতোয়ার সমর্থন করলো দারুল উলূম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসা সৌদি আরবের ধর্মীয় নেতা ও মুফতি সাহেবদের মোবাইল ফোনের রিংটোন হিসাবে কুরআন শরীফের আয়াত বা সুরা ব্যবহার হারাম ফতোয়ার সমর্থন করেছে।

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের মুফতি আরিফ কাশ্মিরী বলেন, সৌদি আরবে জারি করা ফতোয়া অনেক গুরুত্বের দাবিদার। মোবাইল ফোনে রিংটোন হিসেবে কুরআন ব্যবহার হারাম। কারণ আপনি মোবাইলটি বহন করে টয়লেটে গেলে কুরআন শরীফ ও আযান রিংটোন হিসেবে ভেজে ওঠলে কুরআন বা আজানের অসম্মান করা হয়। এটা ইসলাম সমর্থন করে না।

এ ফতোয়া আরব, ভারত বা বিশ্বের অন্যান্য যে কোনো জায়গায় একই বিধান। তাই আরবদের জারি করা এ ফতোয়া কম গুরুত্বপূর্ণ নয়।

দারুল উলুম দেওবন্দসহ অনেক মাদরাসা থেকে এ ফতোয়া জারি করা হয়েছিলো। ইসলামী আইনবিদ, মুফতিগণ মোবাইল ফোনে রিংটোন হিসাবে কুরআনের আয়াত ব্যবহার করার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে বহু আগ থেকেই। ২০০৯ সালে কানপুর ভিত্তিক একটি সংগঠন জামিয়া আশরাফ উল মাদারিস  একই নির্দেশপত্র জারি করেছিল।

কাশ্মীরী আরো বলেন, যদি কোন ব্যক্তি টয়লেটে থাকতে মোবাইল ফোনে কুরআনের আয়াতে শোনা যায় তাহলে এটা গুনাহহের কারণ হবে। পাশাপাশি বেশিরভাগ সময়ই মানুষ যখন ফোন রিসিভ করে তখন আয়াতের মাঝখানে অসম্পূর্ণ রেখে রিসিভ করা হয়। এটা অবৈধ কখনো আবার েগোনাহের কারণ হয়ে দাঁড়ায়।

দেওবন্দের মুফতি সাহেব আরো বলেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করে বাইবেলের আয়াতগুলি রিংটোন ব্যবহার করে খ্রিস্টানরা তারা কোনো সমস্যা মনে করে না।  হিন্দুরাও শ্লোক রিংটোন হিসাবে ব্যবহার করে, কিন্তু তারা তাতে কোন ক্ষতি মনে করে না।

আমি উত্তর দিয়েছি যে আমি অন্য ধর্ম সম্পর্কে মন্তব্য করতে পারি না। কিন্তু ইসলাম সম্পর্কে যতটুকু জানি আয়াত রিংটোন  ব্যবহার করলে কুরআনের অসম্মান হয়। ইসলাম তাই এটাকে সমর্থন করে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ