সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

স্ত্রীকে হত্যার পর পাকিস্তানী মন্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মীর হাজার খান বিজরানি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মীর হাজার খান বিজরানি স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে অবস্থিত বাসভবন থেকে গত বৃহস্পতিবার পাকিস্তান পিপুলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা হাজার খান ও তার সাংবাদিক স্ত্রী ফারিহা রাজাকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে।

ফারিহার ‍মৃতদেহ স্টাডিরুমের প্রবেশ পথে মেঝেতে পড়েছিল। একই কক্ষের সোফার উপর হাজার খানের মরদেহ পাওয়া যায়। ঘরের প্রধান প্রবেশদ্বার ভেতর থেকে বন্ধ ছিল।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, হাজার খান স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।

পুলিশের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রমাণ এবং ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী খুব সম্ভবত হাজার খান স্ত্রীকে হত্যার পর একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোসাগুলো একটি আগ্নেয়াস্ত্র থেকেই চালানো হয় বলেও জানানো হয়।
এ ঘটনায় পুলিশের দুই নিরাপত্তারক্ষী এবং চারজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত কয়েকদিন ধরে এ দম্পতির মনমালিন্য চলছিল। ঝগড়াও করছিলো তারা।

সূত্র: ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ