মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশকে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে: জমিয়ত ইউকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক সভায় জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।

গত ২৫ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক দায়িত্বশীল বৈঠক মারকাজুল উলুম লন্ডনে অনুষ্টিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মুশতাক আহমদ।

এতে আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মুফতী আব্দুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা আব্দুল মজীদ, সাংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা হুসাইন আহমদ, হাজী আবদুর রউফ, হাজী খালিস মিয়া, জনাব রফিকুল হক রফু মিয়া,হাফিজ মাওলানা খালেদ আহমদ, জনাব আবুল হুসেন প্রমুখ।

আলোচনা সভায় জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশকে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আরাকান সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে হবে। আরাকানের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সহিংসতার শিকার নির্যাতিত শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জমিয়ত নেতৃবৃন্দ।

তাঁরা বলেন, রোহিঙ্গারা আমাদের ভাই-বোন; এরা সন্ত্রাসী নয়। এরা নিপীড়িত অসহায় মজলুম। এদের আশ্রয় দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।

মিয়ানমারের নির্যাতিতদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সোচ্চার ও কুটনৈতিক চাপ প্রয়োগ করার আহ্বান জানান নেতৃবৃন্দ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ