শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

আলোকিত জ্ঞানী’র চ্যাম্পিয়ন মিজানুর রহমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা: চ্যানেল-৯ পরিবেশিত, রাহবার মাল্টিমিডিয়া কর্ত়ৃক আয়োজিত মেগা ইসলামিক রিয়েলিটি শো "আলোকিত জ্ঞানী '২০১৭" অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক মিজানুর রহমান।

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম জাবির ও আরবী বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। গোল্ডেন চেয়ারে বসার সুযোগ পাওয়া ১৪ জনের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

এর আগে সারাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত শুধু মাত্র ১৪ জন প্রতিযোগী গোল্ডেন চেয়ারে বসার সুযোগ লাভ করেন।

গোল্ডেন চেয়ারে বসা ১৪ জনের জন্যই ছিল আকর্ষনীয় পুরস্কার, এছাড়া প্রথম তিনটি স্থান অর্জনকারীর সকলেই যথাক্রমে তিন লক্ষ,দুই লক্ষ, এক লক্ষ্য নগদ অর্থের পাশাপাশি পবিত্র উমরাহ লাভের সুযোগ লাভ করেছেন।

হাফেজ সাইফুল ইসলামের পরিচালনায় চ্যানেল-৯ এ পবিত্র রমজানে প্রতিদিন ইফতারের আগে ঘন্টাব্যাপী এই রিয়েলিটি শো টি অনুষ্ঠিত হত ৷

আলোকিত জ্ঞানী " রিয়েলিটি শো টি মূলত সাধারণ মানুষের মাঝে ইসলামী জ্ঞান ছড়িয়ে দেয়ার অনন্য মাধ্যম৷ সৃজনশীল মেধার অসাধারণ বহিপ্রকাশ৷

অনুষ্ঠানটি সবে তৃতীয় বছরে পা রাখলেও এরমধ্যেই বিভিন্ন মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে৷ সচেতন মুসলিম হিসেবে একজন মানুষের যেসব মৌলিক জ্ঞানের দরকার হয়, আলোকিত জ্ঞানী তার সবকিছুকেই সমন্বিত করেছে৷ এতে তাদের ইসলামের প্রায় সব শাখা আকিদা, শানে নুযুলসহ সম্পূর্ণ কোরআনের অনুবাদ, একটি মৌলিক হাদীসগ্রন্থের আদ্যোপান্ত ধারণা, ফিকহ, নবীজীর সীরাত, অন্যান্য নবী-রাসুলদের ঘটনাবলি, সাহাবাদের জীবনী, খেলাফতে রাশেদা, উমাইয়া, আব্বাসি, স্পেনীয় ও উসমানী সালতানাতের ইতিহাস, উপমহাদেশ ও বাংলাদেশে ইসলামের আগমন ও শাসন, যুগ যুগ ধরে ইসলামের সেবায় উৎসর্গিত মনীষীবর্গের জীবনী, সমকালীন ইসলামি নানা দেশ, দল, স্থাপত্য ও সংস্থা, আধুনিক বিজ্ঞান ও সভ্যতায় মুসলিমদের অবদান এবং সাম্প্রতিক সনয়ে ঘটে যাওয়া ইসলাম ও মুসলিম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা হয়৷

মোটকথা জ্ঞানের এক বিশাল সমুদ্র মন্থন করেই এই প্রতিযোগিতায় আসতে হয় অনুষ্ঠানটির প্রতিযোগীদের,
প্রায় কোটি টাকা বাজেটের এ মেগা শো তে সাড়ে দশ লাখ টাকা শুধুমাত্র পুরুষ্কার বিতরণিতেই ব্যয় হয়েছে ৷

আলোকিত জ্ঞানী রিয়েলিটি শো মূলত যে কোন শ্রেণি পেশার মানুষের জন্য উন্মুক্ত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে "আলোকিত জ্ঞানীর" এই প্রয়াস প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন
অনুষ্ঠানটির টিভি দর্শক এবং শুভাকাঙ্ক্ষীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ