বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

বেকারত্ব দূর করতে ভারতকে গরু রক্ষা কেন্দ্র খোলার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বেকারত্ব সমস্যা বেড়েই চলছে। এটি দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু।

কারণ হিসেবে তিনি বলেন, এই মুহূর্তে গরু রক্ষার জন্য নাকি প্রচুর কর্মী দরকার।

ট্যুইট করে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে এই পরামর্শ দিয়েছেন তিনি।

কাটজু জানান ‘অর্থ উপার্জন করতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি দেশে প্রকৌশলী কলেজ স্থাপন করেছে কিন্তু দেশে এখন আর তো কোন চাকরি নেই। তাই আমি কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলিকে অনুরোধ জানাবো তারা যেন গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খোলে। কারণ ভারতে এখন গো-রক্ষাকারীদের প্রচুর চাহিদা রয়েছে’।

কাটজু আরও জানান ‘গরু রক্ষা প্রশিক্ষণের ওপর ব্যাচেলর, মাস্টারর্স, এম.ফিল, পিএইচ ডি কোর্স চালু করা উচিত। এমনকি স্কুলের পাঠ্যসূচিতেও গরু রক্ষা বিষয়টি অন্তভুর্ক্ত করার অনুরোধ রেখেছেন তিনি।

সাবেক এই বিচারপতি’র দাবি ‘বর্তমানে ভারতে ৯০ শতভাগ প্রকৌশলী বেকার রয়েছেন। কিন্তু গোরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে একশত ভাগ প্লেসমেন্টর সুযোগ থাকবে। ফলে বেকারত্ব দূর হবে’।

কখনও রাজস্থান আবার কখনও উত্তর প্রদেশ, ভারতে একের পর এক রাজ্যে গরু রক্ষা কমিটির সদস্যদের হাতে নির্যাতনের ঘটনার পর দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে সোরগোল পড়ে যায়।

এমনকি এ নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এমন এক পরিস্থিতিতে মোদি সরকারকে কটাক্ষ করলেন কাটজু।

গরু জবাই করলে আড়াই লাখ টাকা জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ