শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

আফগানিস্তানে সর্ববৃহৎ মার্কিন বোমায় নিহত বেড়ে ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমেরিকার সবচেয়ে বড় বোমায় এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৯২ জন। আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে এ বোমা ফেলার দাবি করা হয়। খবর এএফপি ও বিবিসির।

মার্কিন সেনাবাহিনী বিমান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমাটি (এমওএবি) নিক্ষেপ করে।

পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আইএসের টানেল কমপ্লেক্সে ৯ হাজার ৮শ’ কেজির এ বোমাটি ফেলা হয়।

প্রাথমিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমার আঘাতে ওই এলাকায় আইএসের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ৩৬ জন নিহত হলেও এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি।

তবে শনিবার নানগড়হর প্রদেশের আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে জানান, মার্কিন ওই বোমায় ৯২ জন নিহত হয়েছে। এসবের মধ্যে আইএসের সদস্য থাকলেও সাধারণ মানুষের সংখ্যাও রয়েছে।

তবে নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোয়ানী এই সংখ্যা ৯০ বলে জানান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমাটি মোমান্দ ভ্যালির একটি গ্রাম এলাকায় পড়েছে। ওই এলাকায় আইএসের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক আছে। বোমা হামলায় তাদের বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস হয়েছে।

'মাদার অফ অল বোম্বস' নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ