সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন বিভাজন নয়, প্রয়োজন ঐক্য প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা যুক্তরাষ্ট্রের কাছে থাকা অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মারা যায় এক চতুর্থাংশ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Childআওয়ার ইসলাম : পাঁচ বছরের নিচে পৃথিবীতে যতো শিশুর মারা যায় তার এক চতুর্থাংশই মারা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, পানি দূষণ, বায়ু দূষণ বা পরিবেশ দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,  অস্বাস্থ্যকর এবং দূষিত পরিবেশের কারণে শিশুরা ডায়রিয়া, ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর এসব রোগে ১৭ লাখ শিশুর মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে জানিয়েছেন, দূষিত পরিবেশ শিশুদের জন্য খুবই বিপজ্জনক। নোংরা পরিবেশ এবং দূষিত পানির কারণে শিশুদের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঝুঁকিতে থাকে।

দূষিত পানি থেকে ডায়রিয়া, কলেরার মতো রোগে আক্রান্ত হচ্ছ এবং দূষিত বাতাস থেকে অ্যাজমা, শ্বাসকষ্ট, ক্যান্সার, হৃদযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, নিরাপদ পানি এবং স্যানিটেশনের অভাব, রান্নার কাজে ব্যবহৃত চুলার ধোঁয়া থেকে শিশুদের ডায়রিয়া এবং নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খাবার, পানি এবং বিভিন্ন দ্রব্যের মধ্যে থাকা রাসায়নিক দ্রব্য থেকেও রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণস্বাস্থ্য বিশেষজ্ঞ মারিয়া নেইরা জানিয়েছেন, প্রতিবছর দূষণের কারণে সৃষ্ট রোগে শিশু মৃত্যুর এই হার আশঙ্কাজনক। প্রতিটি স্থানকে শিশুদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানিয়েছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ