বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

কাতার ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar4

কাতার প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা উপলক্ষে এফডিপি তার সকল সদস্যদের জন্য এক আনন্দ ভ্রমণের আয়োজন করে।

শুক্রবার সকাল নয়টায় দশটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রো সহ৬০ সদস্যের বিরাট বহর নিয়ে দোখান বীচের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। বীচে পৌঁছনোর আগেই প্রসাদ সদৃশ এক সুরম্য মসজিদে আমরা জুমার সালাত আদায় করি। তাকওয়া বিষয়ে খতিব সাহেবের চমৎকার এবং সাবলীল বক্তব্য ছিলো বাড়তি পাওয়ানা।

সালাত শেষে অল্প সময়ের ভেতরেই আমরা বীচে পৌঁছি। তারপর সবাই বেশ আনন্দ উৎসবে মেতে উঠেন।

ইতোমধ্যেই ডাক আসে দুপুরের খাবারের। মানিক ভাই এর রান্না করা বিরানীর মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। কিছুক্ষণ বিরতির পর তোড়জোড় চলে সাগরে যাপিয়ে পড়ার। নামব না নামব না করেও শেষ পর্যন্ত নামতে হলো সাথীদের চাপাচাপিতে। কর্মময় দিনের ক্লান্তিগুলো ধুয়ে মুছে দিলো সাগরের নোনা জল।

আছরের সালাত আদায় শেষে শুরু হলো এফডিপি এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা। এফডিপি এর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বশির আহমেদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের কোরআন কারীম তেলাওয়াত এর মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। শাহ মাসুম খাদেম এর চমৎকার হামদ এতে অন্য রকম মুগ্ধতা তৈরি করে।

qatar5

মাহমুদুল হাসান চৌধুরীর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এফডিপি এর নির্বাহী পরিচালক ইয়াসিন পাশা ও বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা শিব্বির আহমাদ বলেন, কাতারে আমি অনেক সমিতি দেখেছি কিন্তু এফডিপি এর মতো তার সদস্যদের জন্য এমন আনন্দ ভ্রমণের উদ্যোগ নিতে দেখিনি। তার জন্য এফডিপি এর সকল পরিচালকদের আন্তরিক ধন্যবাদ।

এফডিপি এর ষাণ্মাসিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এফডিপি এর নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা বশির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি স্বচ্ছতায় এবং জবাবদিহিতায়। যে কোন সদস্য যে কোন সময়ে আমাদের কাছে হিসাব চাওয়ার অধিকার রাখে। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ