শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

DSC_0022আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমীরের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় সাংগঠনিক কাজকে এগিয়ে নিতে হবে। আল্লাহর বিধানের বিপরীত সকল কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখতে হবে এবং সবাইকে বিরত রাখার চেষ্ঠা করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর বারটায় রাজধানীর কামরাঙ্গীরচস্থ জামিয়া নূরিয়ায় খেলাফত আন্দোলন ঢাকা মহাগনর কতৃক আমীরে শরীয়ত ও মহাসচিবের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য নির্বাচিত মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা সোলাইমান নোমানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, সংখ্যালঘূ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, সহ প্রচার সম্পাদক মুফতী মামুনুর রশিদ, ছাত্র নেতা হাফেজ আল-আমীন সহ মহানগর নেতৃবৃন্দ।

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, খেলাফত আন্দোলন কখনও কোন বিতর্কিত কর্মসূচি হাতে নেয়নি। আগামী দিনগুলোতেও খেলাফত আন্দোলন হাফেজ্জী হুজুরের পদাংক অনুসরণ করে সামনে এগিয়ে চলবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান হামিদী বলেন, নতুন নেতৃত্বের অধীনে খেলাফত আন্দোলনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। দেশের সকল জেলা, উপজেলায় কমিটি গঠন করত আল্লাহর জমীনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নতুন নেতৃত্বের বলিষ্ঠ ভুমিকার প্রত্যাশা করে সবাই। ঢাকা মহানগর শাখা সকল কাজে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা ও সার্বিক সহযোগিতায় সর্বদা কেন্দ্রের সাথে থাকবে ইনশাআল্লাহ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ