শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

ব্রাহ্মণবাড়িয়ার একাধিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক পড়াচ্ছেন ইসলাম ধর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

brokhonbaria-map_56993আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক ইসলাম ধর্মের পাঠদান করছে বলে জানা গেছে।উপজেলার সদর ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশ্ববর্তী পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম পাঠদান করাচ্ছে।

এবিনিউজ সূত্রে জানা যায়, সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট থাকার দরুন এমন অবস্থায় উপনীত হয়েছে। সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান অবস্থায় ২২০ জন শিক্ষার্থীর জন্য  ৩ জন শিক্ষক রয়েছে। তিনজন শিক্ষকই হিন্দু ধর্মের অনুসারী। মুসলমান শিক্ষক না থাকায় ইসলাম ধর্মের ক্লাস শ্রেণি কক্ষে সঠিক ভাবে পাঠদান ব্যাহত হচ্ছে । বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক বলেন, আজ থেকে প্রায় ৪/৫ মাস পূর্বে বিদ্যালয়ের এসএমসির সভাপিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মুসলমান শিক্ষকের বিষয়ে একটি লিখিত আবেদনও করেছে। তবে এখনো পযর্ন্ত শিক্ষকের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিজয়নগর সদরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা। এই বিদ্যালয়ে মোট ৪ জন শিক্ষক রয়েছে। তবে এখানেও সবাই হিন্দু শিক্ষক। এই বিদ্যালয়েও ইসলাম ধর্ম বই পাঠদান দিচ্ছে হিন্দু শিক্ষকরা। এই বিদ্যালয়ের মোট শির্ক্ষাথী সংখ্যা  রয়েছে ২৭৫জন।

মির্জাপুর গ্রামের মোঃ জহিরুল ইসলাম জানান,হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্ম বই পাঠদান দেওয়ায় ইসলাম ধর্মের সঠিক শিক্ষা থেকে মুসলমান শিক্ষার্থীরা বঞ্চিত রয়েছে। সনাতর ধর্মের শিক্ষকরা কি? শ্রেণি কক্ষে ইসলাম ধর্মের সঠিক আলোকপাত করতে পারেন আপনারাই বলেন?

অপর দিকে ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসারের  সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষটি সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা কয়েকটি স্কুলে হিন্দু শিক্ষক দিয়ে পাঠদান চলছে। তবে মুসলিম শিক্ষক দেওয়ার  বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ