শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_andolon3আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘মজলিসে শুরা-কেন্দ্রীয় কাউন্সিল ২০১৭’ আজ ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে খেলাফত আন্দোলনের শুরা নেতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কাউন্সিলে মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর আমীর পুণ:নির্বাচিত হন। এছাড়া মহাসচিব হিসেবে মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর নাম ঘোষণা করা হয়।

গত সেশনে মাওলানা জাফরুল্লাহ খান মহাসচিব ছিলেন। কাউন্সিলে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, একমাত্র কোরআনের আদর্শ বাস্তবায়নেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়ে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা হতে পারে। খেলাফত শাসন ব্যবস্থাই ইনসাফ-ন্যায় বিচার ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে।

কাউন্সিলে বক্তব্য রাখেন দলের সাবেক মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা ফারুক আহমাদ, আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা মুজীবুর রহমান হামিদী, হাজী জালালুদ্দীন বকুল, আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সানাউল্লাহ বিন আতাউল্লাহ, মুফতি মুজীবুর রহমান, মাওলানা মীর ইদরীস, মাওলানা ইসহাক নগরী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা সুলতান মহিউদ্দীন প্রমুখ।

নবনির্বাচিত মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী সবার দোয়া ও সহযোগিতার আহবান জানিয়ে বলেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে হাফেজ্জী হুজুরের চিন্তা-চেতনামত সংগঠনের কাজ করে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ