বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_andolon3আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘মজলিসে শুরা-কেন্দ্রীয় কাউন্সিল ২০১৭’ আজ ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে খেলাফত আন্দোলনের শুরা নেতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কাউন্সিলে মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর আমীর পুণ:নির্বাচিত হন। এছাড়া মহাসচিব হিসেবে মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর নাম ঘোষণা করা হয়।

গত সেশনে মাওলানা জাফরুল্লাহ খান মহাসচিব ছিলেন। কাউন্সিলে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, একমাত্র কোরআনের আদর্শ বাস্তবায়নেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়ে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা হতে পারে। খেলাফত শাসন ব্যবস্থাই ইনসাফ-ন্যায় বিচার ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে।

কাউন্সিলে বক্তব্য রাখেন দলের সাবেক মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা ফারুক আহমাদ, আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা মুজীবুর রহমান হামিদী, হাজী জালালুদ্দীন বকুল, আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সানাউল্লাহ বিন আতাউল্লাহ, মুফতি মুজীবুর রহমান, মাওলানা মীর ইদরীস, মাওলানা ইসহাক নগরী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা সুলতান মহিউদ্দীন প্রমুখ।

নবনির্বাচিত মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী সবার দোয়া ও সহযোগিতার আহবান জানিয়ে বলেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে হাফেজ্জী হুজুরের চিন্তা-চেতনামত সংগঠনের কাজ করে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ