 আওয়ার ইসলাম: ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলি আকবর হাশেমি রাফসানজানি আজ (৮ জানুয়ারি) বিকেলে তেহরানের তাজরিশ এলাকায় শোহাদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর ইকনা
আওয়ার ইসলাম: ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলি আকবর হাশেমি রাফসানজানি আজ (৮ জানুয়ারি) বিকেলে তেহরানের তাজরিশ এলাকায় শোহাদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর ইকনা
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।
আশির দশক থেকে ইরানের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। রাফসানজানি ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০০৫ সালের নির্বাচনে মোহাম্মদ আহমেদিনাজাদের কাছে হেরে যান তিনি। ইরানে ধর্মীয় শাসন প্রতিষ্ঠায় রাফসানজানির অংশগ্রহণ ছিল।
রাফসানজানি ২০১৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু ১২ সদস্যের তত্ত্বাবধায়ক পরিষদটি সংবিধান সংশোধনের মাধ্যমে রাফসানজানিকে নির্বাচনের অনুপযুক্ত ঘোষণা করে। ২০০৫ সালের নির্বাচনে হারার পর সরকারের কার্যক্রম নিয়ে কড়া সমালোচনা করতেন তিনি। ২০০৯ সালের নির্বাচনে সংস্কারকদের সাথে গাঁটছাড়া বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেবার অল্প ব্যবধানে আহমেদিনাজাদ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাজনৈতিক কারণে কারাভোগকারীদের মুক্ত করে দেওয়ার পক্ষে ছিলেন রাফসানজানি। তিনি সব সময়ই সংবিধানের নিরিখে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতার ব্যাপারে সোচ্চার ছিলেন।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        