শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abul-mal-abdul-muhit copyঅাওয়ার ইসলাম: অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।

তিনি আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশগ্রহনে হয় আমরা সেটাই চাই। তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আলোচনা করছেন।

অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনও ভাবছে না। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী বলে তিনি উল্লেখ করেন।
যারা ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস বলে তাদেরকে পাগলের সাথে তুলনা করে অর্থ মন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশের জনগন গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ