শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ।। ৪ পৌষ ১৪৩২ ।। ২৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শাহবাগে জুমার নামাজ আদায় করলেন প্রতিবাদীরা ওসমান হাদির জন্য ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল ‘হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে আরেকটি গণঅভ্যুত্থান’ হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের কেবিন থেকে ভারতীয় চালকের লাশ উদ্ধার  চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন স্থগিত ওসমান হাদিকে জাতীয় কবরস্থানে দাফনের প্রস্তাব আবরার ফাইয়াজের  ‘খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে’: ইনকিলাব মঞ্চ প্রতিবাদী ছাত্র-জনতার জন্য কলা-পাউরুটি নিয়ে শাহবাগে গৃহিণী রাশিদা রহমান হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল: নিলয় আলমগীর

রসরাজের জামিন নামঞ্জুর; ১৬ জানুয়ারি পরবর্তী শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়।

রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবি অ্যাড. মো. নাসির মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন বিষয়ে শুনানি হয়। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস।

রসরাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হন রসরাজ (৩০) দাস। তার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ