বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭

শিরোনাম :
কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের জন্য অশনি সংকেত: জমিয়ত নেতৃবৃন্দ

হাসপাতালে মান্নাকে দেখতে ছুটছেন রাজনীতিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mannaআওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফুল নিয়ে ছুটে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

দীর্ঘ ২১ মাস কারাবন্দী থাকার পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন মাহমুদুর রহমান মান্না। হাসপাতালের কেবিন ব্লকের ৩০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন তিনি।

হাসপাতালে নিয়মিত থেরাপি দেওয়ার পাশাপাশি হার্ট, কিডনি ও আলসারের চিকিৎসা নিচ্ছেন তিনি। সদ্য কারামুক্ত মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধারা।

এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশাপাশি হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখতে যান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান, নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, সাবেক এমপি গোলাম মাওলা রনি, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, চাকসুর সাবেক ভিপি সামসুজ্জামান হিরা, গণফোরাম নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, সুভাষ সিংহ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ