মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা শিগগিরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে সরকার শিগগিরই আলোচনায় বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে বান্দরবান শহরের বালাঘাটা পুলিশ লাইন্স স্কুলের বর্ধিতভবন এবং রোয়াংছড়ি থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবৈধ অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে 'জিরো টলারেন্স' দেখিয়ে কাজ করা হচ্ছে। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ ব্যাপারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।”

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ