শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

১৫০০ বছর আগের ইঞ্জিল শরিফে মুহাম্মদ সা. শেষ নবি হওয়ার সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

old_bibel_turky

দিদার শফিক: তুরস্কে এক যাদুঘরে ১৫শ বছর আগের ইঞ্জিল শরিফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এ ইঞ্জিল শরিফে হযরত ঈসা আ. হযরত মুহাম্মদ সা. এর আগমনের সংবাদ দিয়েছেন। এ সংবাদে সারাবিশ্বে হৈচৈ পড়ে গেছে।

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের যাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণখচিত লেখা এই পুরোনো ইঞ্জিল শরিফ পেতে আগ্রহী হয়ে যাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়।

জানা যায়, ইঞ্জিলের এই পুরোনো নুসখাটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত। আর এতে ১৪ মিলিয়ন অক্ষর রয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, ১৫শ বছর আগের পুরোনো ইঞ্জিল (বাইবেল) শরিফে ইসলামের নবি মুহাম্মদ সা. এর নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মজাযকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন, মুহাম্মদ সা. এর পরিচয় পবিত্র ইঞ্জিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন?

মুহাম্মদ সা.কে নবি হিসেবে তারা কেন মেনে নিলেন না?

ব্রিটেনের দৈনিক মেইলে জানিয়েছে, এই পুরোনো ইঞ্জিল শরিফে উদ্ধৃত হয়েছে, মুহাম্মদ সা. আল্লাহ প্রেরিত শেষ নবি। হযরত ঈসা আ. মুহাম্মদ সা. এর আগমনের সুসংবাদ দিয়েছেন এই কিতাবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে কুদরত ডটকম জানায়, ওই ইঞ্জিল শরিফের জায়গায় জায়গায় মুহাম্মদ সা. এর ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে।

তুরস্কের দৈনিক ‘হুরমত’ জানায়, ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরে ১৫শ বছর আগের এ দুর্লব ইঞ্জিল শরিফটি সংরক্ষিত আছে।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ