সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

গাজীপুরে ইসলামি সঙ্গীতে মন মাতাল ঐশীস্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oishishor4

আওয়ার ইসলাম: ১৯ নভেম্বর'১৬ শনিবার, বাহাদুরপুর গাজীপুর রোভার স্কাউট প্রশিক্ষণ মাঠে গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হামদ, নাত দেশের গানসহ বিভিন্ন গানে শিল্পীরা মোহিত করেন আগত শ্রোতাদের। ইসলামি সাংস্কৃতিক সংগঠন ঐশীস্বর ও স্থানীয় সাংস্কৃতিক ফোরাম গুঞ্জন, বিবর্তন-এর শিল্পীবৃন্দ। এছাড়াও কলরবের শিল্পী আবু সুফিয়ানও উপস্থিত ছিলেন।

একে একে শিল্পীদের চমকপ্রদ পরিবেশনায় সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে প্রতিটি শ্রমিক হৃদয়ে। বিশিষ্ট অাবৃত্তিশিল্পী ও উপস্থাপক ইলিয়াস হাসানের উপস্থাপনায় ধারাবাহিক চলে পুরো সাংস্কৃতিক পর্বটি।

ঐশীস্বর শিল্পীদের মনভোলানো কাওয়ালী পরিবেশন সাড়া পড়েছে গণ্যমান্য অতিথিবৃন্দ সহ উপস্থিত আশপাশের  শ্রোতাদর্শকদের মাঝে।

oishishor3-png

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হারুন অর রশীদ বিপিএম পিপিএম (বার)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব সাদিকুর রহমান হিরু।

সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৫৬৭) এর সভাপতি, জনাব সুলতান আহামেদ সরকার।

সভাপতির উদ্বোধনী ভাষণের মধ্যদিয়ে শুরু হয় সকাল নটায় এবং শেষ হয় বিকাল চারটায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ