শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

বেলাল খানের কণ্ঠে ‘আল্লাহু আল্লাহু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

@ আবিদ আনজুম

গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন বহু আগেই। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী এবার গেয়েছেন ইসলামি সঙ্গীত। কালজয়ী সেই জনপ্রিয় সঙ্গীত। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতো যায় না গেয়ে তোমার গুণগান’।

ছোটবেলায় এই গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। গেয়েছি আপন মনে। সেই পরিচিত কণ্ঠ, সুর এবার নতুন কণ্ঠে। বেলাল খান একটা মায়াবী আবহ তৈরি করেই সঙ্গীতটি গেয়েছেন। পরিচিতের গণ্ডির বাইরে একটা অন্যরকম অনুভূতি যেন ছড়িয়ে দেয় শরীরে।

এম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত বেলালের গাওয়া ‘আল্লাহু আল্লাহু’ গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। এটি এই দুজনের দ্বিতীয় প্রয়াস। এর আগে ইমনের সুর ও সংগীতে ‘দোজখ’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাল খান।

কবি কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীতটিতে আল্লাহর মহিমা ও ক্ষমতার প্রকাশ ঘটেছে চমৎকারভাবে। ফুটিয়ে তোলা হয়েছে তার শ্রেষ্ঠত্ব ও অসীম দয়াকে। যুগ যুগ ধরে এই সঙ্গীত মানুষ গেয়েছে, কান পেতে শুনেছে। থ্রিজির এই যুগে এসে বেলাল খান সেটিকে ভিডিওতে এনেছেন। যাতে শ্রোতা দর্শকদের আরো নীবিড় করে ভাবতে শেখানে সঙ্গীতটির মাহাত্ম।

সঙ্গীতটি শুনতে ভিডিওতে ক্লিক করুন

লিরিক

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।।

শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ