বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

বেলাল খানের কণ্ঠে ‘আল্লাহু আল্লাহু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

@ আবিদ আনজুম

গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন বহু আগেই। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী এবার গেয়েছেন ইসলামি সঙ্গীত। কালজয়ী সেই জনপ্রিয় সঙ্গীত। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতো যায় না গেয়ে তোমার গুণগান’।

ছোটবেলায় এই গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। গেয়েছি আপন মনে। সেই পরিচিত কণ্ঠ, সুর এবার নতুন কণ্ঠে। বেলাল খান একটা মায়াবী আবহ তৈরি করেই সঙ্গীতটি গেয়েছেন। পরিচিতের গণ্ডির বাইরে একটা অন্যরকম অনুভূতি যেন ছড়িয়ে দেয় শরীরে।

এম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত বেলালের গাওয়া ‘আল্লাহু আল্লাহু’ গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। এটি এই দুজনের দ্বিতীয় প্রয়াস। এর আগে ইমনের সুর ও সংগীতে ‘দোজখ’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাল খান।

কবি কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীতটিতে আল্লাহর মহিমা ও ক্ষমতার প্রকাশ ঘটেছে চমৎকারভাবে। ফুটিয়ে তোলা হয়েছে তার শ্রেষ্ঠত্ব ও অসীম দয়াকে। যুগ যুগ ধরে এই সঙ্গীত মানুষ গেয়েছে, কান পেতে শুনেছে। থ্রিজির এই যুগে এসে বেলাল খান সেটিকে ভিডিওতে এনেছেন। যাতে শ্রোতা দর্শকদের আরো নীবিড় করে ভাবতে শেখানে সঙ্গীতটির মাহাত্ম।

সঙ্গীতটি শুনতে ভিডিওতে ক্লিক করুন

লিরিক

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।।

শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ