বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কাতারে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

katar-songআওয়ার ইসলাম : কাতারে অনুষ্ঠিত হলো মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় আল মাহমুদ ইসলামিক কালচারাল (ফানার) সেন্টার হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখতে ছিল নানা রকম আয়োজন। ইসলামী সঙ্গীত, হামদ-নাত বিভিন্ন সূরে কোরআন তেলাওয়াত, নাটক, রম্য সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত, হাসি কৌতুকে মুগ্ধ ছিল পুরো হলরুম। সেই সঙ্গে অপ সাংস্ক্রিতি বিষয়ে আলোচনা ও ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেও অতিথিরা আলোচনা করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ, প্রোগ্রাম গ্রন্থনা ও স্টেজ পরিচালনায় মাওলানা মাহবুব আব্দুল মতিন, অর্থ উপ কমিটির আহবায়ক হাফেজ মাওলানা নুমান এবং সেচ্ছেসেবক উপ কমিটির আহবায়ক মাওলানা মুফতি ইউসুফ জামালপুরি ও প্রচার উপ কমিটির আহবায়ক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।

মাসুদ কায়সারের আকর্ষণীয় সঞ্চালনায় ইত্তেহাদ শিল্পিগুষ্টি ও অতিথি শিল্পি ইঞ্জিনিয়ার আমানতের হৃদয় কাড়া সঙ্গীত এবং ইত্তেহাদ শিল্পিগুষ্টির যৌথ ও একক সঙ্গীতে উপস্থিত দর্শকদের প্রানবন্ত করে তোলে। কাতারে একমাত্র মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের আয়োজনে ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে স্বফ্যামিলি পর্দার সাথে উপভোগ করার সুযোগ করে ঈদের আনন্দ দিয়ে থাকে।

দর্শকদের সুরে সুরে মাতিয়ে তোলেন, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা তাজুদ্দিন, মাওলানা মাসুদ কায়সার, মাওলানা মাজহারুল ইসলাম, মোফাজ্জল হোসাইন, রাকিবুল হাসান, নাট্যভিনয়ে মাহমুদুল হাসান ও আনাছ আহমাদ। আরবি সঙ্গীতে শিল্পি সাদ হারুন, আব্দুর রহমান হারুন, আলী আব্দুল হাফিজ, জাবের আব্দুস সালাম, যায়েদ কামাল, নিয়াজ মুহাম্মাদ রিফাত।

অনুষ্ঠানের সার্বিক দিক- নির্দেশনা, বাস্তবায়ন, ও ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান।

অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমাদ ফরিদী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ