বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

হাজিদের সেবায় ৩ হাজার আধুনিক যানবাহন ও ১৭ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

3000 vehicles For Hajএম রবিউল্লাহ: হাজীদর সেবা নিশ্চিত করতে এ বছর ৩ হাজার আধুনিক গাড়ি নিয়োজিত করেছে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ। এছাড়া ১৭ হাজার নিরাপত্তা কর্মী হাজিদের সেবায় কাজ করবে  বলেও জানিয়েছে হজ কর্তৃপক্ষ। মদিনায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন হজের  বেসামরিক প্রতিরক্ষা কমান্ডার মেজর জেনারেল হামাদ বিন আব্দুল আজিজ আল মোবাদ্দাল।

এ সময় তিনি বলেন, মক্কা ও মদিনায় এ বছর হাজিদের নিরাপদ ও নিশ্চিত রাখতে  হজ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ৩৫ টি সরকারি সংস্থা বেসামরিক প্রতিরক্ষার পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। গত সপ্তাহ মক্কায় বিভিন্ন দালানে উদ্ধার তৎপরতা, আগুন নিরোধন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুসীলন করেছে নিরাপত্তা কর্মীরা।

এদিকে মক্কার বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মেজর নায়েফ আল শরিফ বলেন, জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে। এ বছর হজের সময়  যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সফলভাবে সম্পন্ন হয় সে জন্য সৌদির বাদশাহ সালমানসহ ক্রাইন প্রিন্স, ডেপুটি ক্রাউন প্রিন্স নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন।

এর আগে মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা পরিহার করতে সব ধরনের উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ। পবিত্র মক্কা নগরীতে যাতে হজের মৌসুমে কোনো দুর্ঘটনা না ঘটে তাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরব নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ