বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

শান্তি ও সমৃদ্ধি কামনায় কলরবের নাশিদ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nashidমোস্তফা ওয়াদুদ: ওয়ার ইসলাম

আগামী ৮ সেপ্টেম্বর, বৃহ:স্পতিবার বিকাল ৩ টায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিউট, কাকরাইলে এক নাশিদ মাহফিলের আয়োজন করেছে কলরব। চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে এ সংগীত সন্ধ্যা।

কলরবের সহ-পরিচালক আবু সুফিয়ান জানিয়েছেন, অপসাংস্কৃতিই সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্ম দেয়। আমরা সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে জঙ্গিবাদকে রুখতে চাই। ছড়িয়ে দিতে চাই শুদ্ধতার আলো। গানে গানে আমার দেশকে মুক্ত করতে চাই সকল অশুভ শক্তি থেকে।

কলরবের নাশিদ মাহফিলে সভাপতিত্ব করবেন সংগঠনের পরিচালক রশিদ আহমদ ফেরদৌস। অতিথি হিসেবে দেশের সাংস্কৃতিকমনা সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ ও লেখক সাংবাদিকগণ অংশ নিবেন।

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এ নাশিদ মাহফিলে সংগীত পরিবেশন করবেন কলরবের শিশু-কিশোর ও সিনিয়র শিল্পীবৃন্দ। নতুন সব সংগীতে শ্রোতাদের মুগ্ধ করবেন শ্রোতাদের।

অনুষ্ঠান সফল করতে ব্যাপকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কলরবের সিনিয়ার যুগ্ম পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। অডিয়েন্সকে তিনটি ভাবে বিন্যস্ত করা হয়েছে। ভিআইপি সিটের জন্য ১০০০ টাকা, মধ্যম গ্যালারির জন্য ৫০০ টাকা ও নরমাল গ্যালারির জন্য ২০০ টাকা মূল্যে টিকেট করা হয়েছে।

তিনি বলেন, কলরবের নাশিদ মাহফিল হবে একটু ব্যতিক্রমী এবং উৎসবমুখর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ