বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মক্কা-মদিনার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হবে এটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aljeria mosque

আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

চাইনার একটি বৃহৎ কন্স্ট্রাকশন কোম্পানি আলজেরিয়াতে এবারে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করতে চলেছে। সম্প্রতি আলজেরিয়া সরকারের গৃহায়ন কর্তৃপক্ষ  জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের শেষ নাগাদ নির্মাণ কাজ সম্পন্ন হবে।

ইএফইর তথ্যমতে, আলজেরিয়ান গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে নির্মিত এই নতুন বিশাল মসজিদ নির্মাণ প্রকল্পের ৮৫ ভাগই ইতোমধ্যে সিএসসিইসি (চায়না সরকার নির্মাণ প্রকল্প সংস্থা) কর্তৃক  সম্পন্ন হয়েছে।

নতুন এই মসজিদের স্থাপত্য ও অবকাঠামোর লাইফ সার্ভিস প্ল্যানিং করা হয়েছে ৪০০ থেকে ৫০০ বছরের জন্য। আলজেরিয়ান গৃহায়ণ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মসজিদের নির্মাণকার্য সম্পন্ন হলে এটি পরিণত হবে আফ্রিকার সর্ববৃহত মসজিদে এবং একইসাথে মক্কা-মদিনার পর বিশ্বের তৃতীয় ‍বৃহত্তম মসজিদেও রূপান্তরিত হবে এটি।

algeria_great-mosque_730px_b52c82c5d3

৪ লক্ষ্য বর্গফুটের এই বিশালকায়ী মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচে’ উঁচু মিনারে পরিণত করা হবে এর মিনারটিকে। মিনারের উচ্চতা হবে দৈর্ঘ্যে ২৭০ মিটার।

এই মসজিদ প্রায় একলাখ বিশ হাজারের মতো মুসল্লি ধারণ  করতে সক্ষম। ভবিষ্যতে এমন এক লাইব্রেরী এখানে স্থাপন করা হবে  যাতে লক্ষাধিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি থাকবে বসে অধ্যয়ন করার মতো দু’হাজার আসন । তার সাথে সাথে থাকছে জাদুঘর ও গবেষণা কেন্দ্র।

সূত্র: রেডিও এক্সওয়াইজেড অনলাইন ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ