বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লিবিয়ার উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ইতালির উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই অভিবাসীরা মূলত এসেছে ইরিত্রিয়া ও সোমলিয়া থেকে। ৪০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

লিবিয়ার উপকূলীয় শহর সাবরাথা থেকে ২০ কিলোমিটার দূরে সমুদ্রে এসব অভিযান চালানো হয়। ছোট ছোট নৌকায় করে অভিবাসীরা এসেছিলেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইউরোপে যাওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত লিবিয়া মানবপাচারকারীদের জন্য অন্যতম পথে পরিণত হয়েছে।

বিবিসির একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি ছোট নৌকায় গাদাগাদি করে অবস্থান করছেন অভিবাসীরা। নৌকা থেকে কোলের শিশুদের উদ্ধার করছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিবাসীরা পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী নৌকায় উঠার চেষ্টা করছেন।

ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রো-অ্যাকটিভ ওপেন আর্মস এবং মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
গত রোববার একই এলাকা থেকে আরো এক হাজার একশর বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।

গত বছর ১০ লাখের বেশি মানুষ অভিবাসী হয়ে ইউরোপে আসে।  যাদের অধিকাংশই গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার অধিবাসী। এদের সামাল দিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে হিমসিম খেতে হয়।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ