শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কমলাপুর রেলস্টেশনে বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komlapurঢাকা : রোববার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যেও কমলাপুর রেলষ্টশনে আতঙ্ক ছড়াল বোমা।নারায়ণগঞ্জগামী ট্রেনের প্লাটফর্মের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে।

এসময় গোটা ষ্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীসহ সকলকে ষ্টেশন থেকে বের করে দিয়ে পুলিশ বোমাটি নিস্ক্রিয় করে ফেলে।

কয়েকজন যাত্রী জানান, বিকেলে সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জ গামী প্লাটফর্মের পাশে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুততার সাথে প্লাটফর্মে থাকা যাত্রীদের বের করে দেন। মুহূর্তের মধ্যে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছিল, সেটি নিস্ক্রিয় করা হয়েছে। পরে আবার তিনি হাসতে হাসতে বলেন, এটি একটি মহড়া ছিলো। তবে কাদের মহড়া ছিলো, সে ব্যপারে কিছু জানাতে চাননি।

কমলাপুর রেল ষ্টশনে নিরাপত্তায় নিয়োজিত একটি সূত্র জানায়, একটি একটি বোমা ছিলো।

তবে কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। তার আগেই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেটি উদ্ধার করে নিস্ক্রিয় করে ফেলে।

/আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ