বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’ আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ‘ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ; ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী’ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট নির্বাচনি প্রচারে সকল টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানালো ভারত ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি

`আরেফিন তুই রাজাকার এই মুহূর্তে গদি ছাড়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arefin siddikআওয়ার ইসলাম ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা লাঠি দিয়ে ভিসির গাড়ির কাচ ভাঙচুর করে এবং তাকে আঘাত করারও চেষ্টা করে। ভিসির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এসআই ভিসিকে রক্ষার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকেও আঘাত করে।

এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের গেটে তালা লাগিয়ে মিছিল করে। মিছিলে স্লোগান দেয়  ‘এক দফা এক দাবি, আরেফিন তুই কবে যাবে। আরেফিন তুই রাজাকার, এই মুহূর্তে গদি ছাড়।’

ছাত্রলীগের নেতারা  উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে শুক্রবার রাত ৮টার মধ্যে পদত্যাগের আলটিমেটামও দেয়।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ একটি স্মরণিকা প্রকাশ করে। এই স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদযাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমান ‘স্মৃতি অম্লান’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। এতে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে গিয়ে লিখেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’ ওই নিবন্ধের প্রতিবাদে আজ জুমার নামাজের পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে। তারা ভিসির বাসভবনের সামনে গিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে ও তার পদত্যাগ দাবি করে। দুপুর আড়াইটার দিকে ভিসি আরেফিন সিদ্দিক গাড়িতে করে তার বাসভবনের সামনে এলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ভিসির দিকে জুতাও ছুড়ে মারে।

ভিসি তাৎক্ষণিক ওই স্মরণিকা বাজেয়াপ্ত ও স্মরণিকা কমিটি বাতিল ঘোষণা করেছেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সভা শেষে দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তার কার্যালয়ে তালাবন্দি করে রাখেন। প্রতিবাদে তারা স্মরণিকায় আগুন ধরিয়ে দেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ