শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

গেণ্ডারিয়ায় মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1466939841944 copyআওয়ার ইসলাম ডেস্ক : গেণ্ডারিয়ার আলোচিত সেই মসজিদে আজ বিনা বাঁধায় জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।

গত ২৬ জুন রাজধানীর গেন্ডারিয়ায় কালীচরণ রোডের ৩১ নম্বর হোল্ডিংস্থ একটি নির্মাণাধীন মসজিদকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দুদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মসজিদ থেকে মুসল্লিদের টেনেহিঁচড়ে বের করে দেয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্যোশাল মিডিয়ায় এ ঘটনার ভিডিওক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওক্লিপে দেখা যায়, মসজিদটিতে আর কোনো ধরনের কাজ না করার জন্যও নির্দেশ দিচ্ছে পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর মুসল্লিরা ওই মসজিদে অবস্থান নেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের আচরণের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বেশ কয়েকটি পপুলার পেজ থেকে মুসল্লিদের প্রতি আজকের জুমার নামায সেই মসজিদে গিয়ে আদায় করার আহ্বান জানানো হয় ।

এর পরিপ্রেক্ষিতে আজ জুমাবার সকাল ১০টা থেকে মানুষ জড়ো হতে দেখা যায় সেই মসজিদের আশে পাশে। বেলা বাড়ার সাথে সাথে মুসেল্লিতে ভরে উঠতে থাকে মসজিদ । দুপুর সাড়ে বারটায় দেখা যায় মসাজিদ ও মসজিদের আশে পাশের কোন জায়গায় তিল ধারণের জায়গা নেই । কোন ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে জুমা আদায় করেন হাজার হাজার মুসল্লি।

জুমার নামজের সময় এলাকাবাসী বলেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না এবং তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করবেন।

আ্ওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ