বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

‘কুরআনের কথা বললেই জঙ্গি আখ্যা দেয়া হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmadঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘কুরআনের কথা বললেই হয় জঙ্গি, না হয় মৌলবাদী বলে আখ্যা দেয়া হচ্ছে। আসল মৌলবাদ বা জঙ্গিবাদ হলো ইসরায়েল, আমেরিকা, যুক্তরাজ্য ও ভারত।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলে, ‘নাস্তিক-মুরতাদ গোষ্ঠী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাতে পাঠ্যসূচিতে হাত দিয়ে নতুন ক্ষতের সৃষ্টি করেছে। এই সিলেবাস বাতিলে মুসলমানরা প্রয়োজনে জীবন ও রক্ত দিতে প্রস্তুত আছে। রমজানের পর কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করা হবে।’

তিনি বলেন, ‘ঘরমুখো মানুষ যেন কোনরূপ বিড়ম্বনার শিকার না হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে যে জন্য সরকারকে সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানীর ঘটনা আগের মত যে না ঘটে সেদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিতদের দৃষ্টি রাখতে হবে।’

সভায় বক্তব্য দেন- দলের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, প্রকৌশলী শরীফুল ইসলাম তালুকদার, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ