বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

‘ইসরাইল ছাড়া সব দেশের সাথে সম্পর্ক আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ah mahamud ali_70303 copyআওয়ার ইসলাম ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ইসরায়েল ব্যতীত জাতিসংঘভূক্ত সকল সদস্য দেশের সঙ্গে বাংলাদেশে কুটনৈতিক সম্পর্ক রয়েছে।

সংসদে প্রশ্নোত্তরে আজ এ কে এম রেজাউল করিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের ৫৭ টি দুতাবাস রয়েছে। যার মধ্যে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে স্থায়ী মিশন ও জাতি সংঘের জেনেভা দপ্তরে অবস্থিত স্থায়ী মিশন অন্তর্ভূক্ত রয়েছে।এছাড়া ১৫ টি কনস্যুলেট/ কনস্যুলেট জেনারেল/ উপ ও সহকারী- হাই কমিশন রয়েছে। ভারতের আসাম রাজ্যের রাজধানী গুহাটিতে একটি সরকারী হাই কমিশন খুব শিঘ্র খোলা হবে। এছাড়া সমবর্তী দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আরো ৯৭ টি দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে। অর্থাৎ পৃথিবীর ১৫৪ টি দেশের সঙ্গে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলে। এসব দেশে সম্পর্ক রক্ষার জন্য কূটনৈতিক কর্মকর্তা প্রেরণ করা হয়েছে। এই ১৫৪ টি দেশ বাদে অন্য অনেকগুলো দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পরিচালনার জন্য কোন কর্মকর্তা প্রেরণ করা হয়নি। এগুলোর মধ্যে রয়েছে- এ্যান্ডোরা, এন্টিগা এন্ড বাবুর্ডা, বাহামা, বারবাডোস, বেবিন, বুর্কিনা ফাসো, মধ্যআফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, কঙ্গো, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, ইকুয়েটরিয়ান গিনি, গ্যাবন, গাম্বিয়া, গ্রানাডা, হাইতি, কিরিবাস, লেসোথো, লিশটেনস্টাইন, মার্শাল আইল্যান্ডস, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনিয়া, মোনোকো, মালাউয়ি, নাউরু, মলডোভা, রুয়ান্ডা, স্টেট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডিনস, সামোয়া, স্যান মারিনো, সাওটোমে এন্ড প্রিন্সিপ, সুরিনাম, সোয়াজিল্যান্ড, টোগো,টোঙ্গা ও ভানুয়াতু।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ