বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

ওমরাহ হাজী বাড়াবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

8277স্টাফ রিপোর্টার : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে ওমরাহ হাজীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই পরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ ওমরাহ হাজীর সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্য নেয়া হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ওমরাহ হাজীদের সংখ্যা বৃদ্ধির জন্য কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বর্তমান আইন-কানুনকে শক্তিশালী করা হয়েছে যাতে করে ওমরাহ হাজীরা নিজেদের ভিসার মেয়াদ না বাড়াতে পারেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম কাদি বলেন, ‘ওমরাহ হাজীদের ভিসার মেয়াদের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে এবং আইনের ব্যত্যয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে। গত বছর যেসব ওমরাহ হাজীরা ভিসা মেয়াদের চেয়েও বেশিদিন অবস্থান করেছেন তার রেকর্ড রাখা হয়নি।’

তিনি জানান, কেবল লাইসেন্সকৃত হজ ও ওমরাহ কোম্পানিরাই বিদেশে তাদের অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন। তাদেরই নিশ্চিত করতে হবে যেন হাজীরা তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই সৌদি আরব ত্যাগ করেন। তিনি আরও জানান, পর্যটক ও হজযাত্রীদের সুবিধার্থে কিং আবদুল আজিজ বিমানবন্দর, মাতাফ ও মসজিদগুলোর সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া হজযাত্রী ও পর্যপটকদের সেবায় বাড়তি লোকবলও নিয়োজিত করা হবে বলে জানান তিনি। এসব নিয়ম, বিশেষ করে ভিসা আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, ‘এসব কোম্পানিকে হাজীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ প্রদান করতে হবে। এসব কোম্পানিকে কালো তালিকাভুক্তও করা হবে এবং নিষিদ্ধ করা হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ