বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’ আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ‘ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ; ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী’ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট নির্বাচনি প্রচারে সকল টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানালো ভারত

অপহরণের এক বছর পর কংকাল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kustia_543975481ঢাকা : অপহরণের প্রায় একবছর পর কুষ্টিয়ার একজন ইটের ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপি নেতার কংকাল উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালির চাপড়া ইউনিয়ন বিএনপি নেতা ও ইটের ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ গতবছরের জুন মাসে নিখোঁজ হন।

সেই মামলায় গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাতে কুমারখালি থানার মীর মোশাররফ হোসেন সেতু সংলগ্ন গড়াই নদীর তলদেশের বালি সরিয়ে তার কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়।

কুমারখালি থানার ওসি জিয়াউর রহমান জানান, মিরাজুল ইসলাম অপহরণের পর যে মামলাটি হয়, তারই একজন আসামি সলেমানের জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে গড়াই নদীর তলদেশ থেকে কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে আরো নিশ্চিত হতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ৪ জুন রাতে স্থানীয় বটতলা বাজারে আসার পর থেকেই মিরাজুল ইসলামের আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন তার স্ত্রী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেটাই মামলায় রূপান্তরিত হয়। পুলিশ ওই মামলায় ৭জনকে গ্রেপ্তার করে।

মিরাজুল ইসলাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা ছিলেন। ব্যবসা আর নির্বাচন করা নিয়ে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ