বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

`শিক্ষামন্ত্রীর বক্তব্য অসত্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

satro oikkaঢাকা : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের বক্তব্যের প্রতিবাদ করেছে সর্ব দলীয় ইসলামী ছাত্র ঐক্য। আজ (১৪ জুন) বিকাল ৩ টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের এক জরুরী সভার পর প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষানীতি ধর্ম বিরোধী নয়’ বলে যে বক্তব্য রেখেছেন শিক্ষামন্ত্রী তা অসত্য ও বিভ্রান্তিমূলক। গতকাল মহাখালী গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে মাদরাসা শিক্ষা আধুনিকায়ন শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য- ‘শিক্ষানীতিতে ধর্মবিরোধী কিছু নেই এবং সবার সাথে আলোচনা করেই শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছে’ কথাটি স্ববিরোধী।

ছাত্র ঐক্যের নেতারা বলেন, শিক্ষানীতি বিষয়ে গত ৭ বছরে কোন দ্বিমত হয়নি কথাটিও মিথ্যা, কেননা এদেশের আলেম-ওলামা পীর-মাশায়েখ ছাত্র-জনতা সব সময় এই শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে আসছে।

ছাত্রঐক্যের নেতৃবৃন্দ বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম কে বাদ দিয়ে হিন্দুয়ানি শিক্ষা সংস্কৃতি এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই শিক্ষানীতি শিক্ষা আইন ও পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তারা আরো বলেন, এদেশের মাদরাসা শিক্ষা আধুনিকায়নের নামে ইসলামি ভাবধারা তুলে একটি নাস্তিক্যবাদী হিন্দুত্ববাদী সিলেবাস মাদরাসা ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রে এখন মাদরাসার ছাত্ররা বৈষম্যের শিকার। তাই অবিলম্বে শিক্ষানীতি শিক্ষা আইন ও পাঠ্যপুস্তক হতে ধর্মবিরোধী সকল ধারা প্রত্যহার করতে হবে, এবং পাঠ্যপুস্তক ধর্মীয় ভাবধারায় প্রণয়ন করতে হবে।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে তাদের সাথে আলোচনায় বসারও আহবান জানান।

সংগঠনটির মুখপাত্র ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি মোঃ নাসিরউদ্দিদন খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম আল-আমিন, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আবদুর কাদির, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ আল আমিন, ইসলামী ছাত্রসমাজের মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আবদুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ