মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ইউটিউব ভিডিওতে অঢেল টাকার মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160316153612_lilly_singh_indian-canadian_youtube_star_640x360_bbc_nocreditলিলি সিং এখন ইউটিউবে সবচাইতে বড় তারকাদের একজন আর মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেন নি লিলি সিং।

তার যাত্রার শুরুটা ছিলো ২০১০ সালে। ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোষ্ট করতেন।

কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন। নিজের নাম দিয়েছিলেন সুপার উওম্যান।

এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো। আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিলো বেশ কড়া। শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও।

বেশ ভাল হিটও পাচ্ছিলেন। কিন্তু হাসির ভিডিও দেখতে ভালোবাসেন অনেকে।

ফেইসবুকে পোষ্ট করা এরকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না।

আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন। নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাতকার এগুলোও করা শুরু করলেন।

এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেয়া শুরু করলেন আয়োজকরা।

ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে। যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস।

ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং।

সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন সহ শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ