মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

পাক-তুরস্কে সম্পর্ক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

035ফারুক ফেরদৌস : পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম শিক্ষক সমিতি। পাশাপাশি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বানও জানিয়েছে তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার (২১ মে) সংবাদ সম্মেলনে করে এ আহ্বান জানান সমিতির নেতারা।

তার আগে উপর্যুক্ত দাবিসহ নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ সমিতি।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনীল বরণ রায়। শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুকসহ অন্যরা।

বক্তারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের জেষ্ঠ্যতা বৈষম্যের শিকার হওয়াসহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন। তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এই পেশায় মর্য‍াদা দেওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ১১.৫১, মে ২১ ২০১৬ / আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ