বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

পাক-তুরস্কে সম্পর্ক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

035ফারুক ফেরদৌস : পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম শিক্ষক সমিতি। পাশাপাশি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বানও জানিয়েছে তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার (২১ মে) সংবাদ সম্মেলনে করে এ আহ্বান জানান সমিতির নেতারা।

তার আগে উপর্যুক্ত দাবিসহ নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ সমিতি।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনীল বরণ রায়। শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুকসহ অন্যরা।

বক্তারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের জেষ্ঠ্যতা বৈষম্যের শিকার হওয়াসহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন। তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এই পেশায় মর্য‍াদা দেওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ১১.৫১, মে ২১ ২০১৬ / আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ