বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
আধুনিক ইতিহাসে অন্যতম নিষ্ঠুর গণহত্যাকারী ইসরায়েল: জাতিসংঘের বিশেষ দূত জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী জাতিসংঘের সমকামী দূত ও কার্যালয় স্থাপন বাতিলের দাবি খেলাফতের ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত তাবেলা সিজার হত্যা : তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস হযরত মুহাম্মদ (সা.) -এর অবমাননা একটি উসকানিমূলক ও ঘৃণিত কাজ জামেয়া ইসলামিয়া মুনশীবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ১২ জুলাই মুহতামিম সম্মেলন সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা শুটকি মাছের পুষ্টিগুণ

বর্ষবরণের প্রস্তুতি শেষ, থাকছে হেলিকপ্টারে নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গাব্দ ১৪২৩ বর্ষবরণ উৎসব নিরাপদে উদযাপনের জন্য পুলিশ ও র‌্যাব পৃথকভাবে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা বাঁশির ব্যবহার। সব সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এমনকি এবারই প্রথম বারের মতো মঙ্গলশোভা যাত্রা ছাড়া মুখোশ না পরার জন্য ঢাকাবাসীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

মূলত সন্ত্রাসী হামলা রোধে ও গত বছরের নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা গ্রহণের কারণে মহানগরবাসীর মধ্যে আতঙ্কবোধ সৃষ্টি হয়নি, বরং বাঙালি জাতির অসাম্প্রদায়িক এ বর্ষবরণ উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করতে বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করতে দেখা গেছে।

এবার রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর ছাড়াও আরো ৭০টি স্থানে বর্ষবরণের নানা অনুষ্ঠান হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে। এবার আরো বাড়তি পরিসরে বাংলা বর্ষবরণের উৎসব হওয়ার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হেলিকপ্টারে করেও এবার আকাশপথে নজরদারি করা হবে।

তবে কারো কারো মনে আশঙ্কা তৈরি হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ও নগরবাসীর প্রতি কিছু দিকনির্দেশনার কারণে। এ বিষয়ে শ্যামলীতে কথা হয়, আজমাইন মাহতাব নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে। তিনি সাংবাদিকদের কাছ জানতে চান, ভাই, এবার কি ছায়ানটের অনুষ্ঠানে হামলার সম্ভাবনা আছে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ