শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
 ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায় দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি

সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক: পার্বত্য মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবানের লামায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে খুবই আন্তরিক।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ৪৬ কোটি টাকা ব্যায়ে ১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে উপজেলা পরিষদের আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- এলজি আরডি সচিব মুহা. হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, লামা উপজেলা চেয়ারম্যান মুহা. মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ প্রমূখ।

এর আগে মন্ত্রী এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধিন ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে উপজেলা প্রশাসনিক ভবন-হলরুম, ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ১ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মান, ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে রাজবাড়ি-লামা-রুপসীপাড়া সড়ক পূনর্বাসন চেইনেজ ০০-৩১০ মি: নির্মান, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন ১১কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে লামা বাজার থেকে লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন, ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই সময় ৫৯ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন।

এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উর্ধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ