মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: ইবনে শায়খুল হাদিস সাড়ে ৫০০ বছরের পুরোনো বাবা আদম শাহ মসজিদ তৃতীয় দিনে আফগান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘বোঝাপড়ার’ আহ্বান কাবুলের আজ প্রধান উপদেষ্টার হাতে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ আল-মাদানী ফাউন্ডেশনের ১৫তম আন্তর্জাতিক মহাসম্মেলন ৫-৭ নভেম্বর ডোমার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন ইসকন নিষিদ্ধের দাবিতে মাধবপুর উলামা পরিষদের বিক্ষোভ বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ পাইকগাছায় হাতপাখা প্রতীকের পক্ষে হাফেজ গালিবের গণসংযোগ নাটোরে ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ

সম্পূর্ণ পদ্মা সেতু দৃশ্যমান হতে বাকি ৩ স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে এখনও বাকি আছে ৩টি স্প্যান। এ মাসে আরও ১টি ও আগামী ডিসেম্বরে ২টি স্প্যান বসানোর সিডিউল রয়েছে।

আজ শনিবার (২১শে নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিয়ারে সেতুর ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হয়। এতে সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও কারিগরি সমস্যা দেখা না দেওয়ায় আজ দুপুর ২টা ৩৫ মিনিটের সময় স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হল সেতুর ৫ হাজার ৭০০ মিটার অংশ।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, ৩৮তম স্প্যানটি বসানোর পর চলতি মাসে মোট ৩টি স্প্যান বসানো সম্ভব হল। ৩৭তম স্প্যান বসানোর ১০ দিনের মধ্যে এই স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলো। গত ১২ নভেম্বর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৭তম স্প্যান।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) মূল সেতুর কাজ ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ