শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, আল্লামা শাহ আহমদ শফী ছিলেন এদেশের ধর্মপ্রাণ মানুষের অবিসংবাদিত নেতা । যার ডাকে দেশ ও ঈমান রক্ষায় নাস্তিক-মুর্তাদ বিরোধী অভূতপূর্ব জাগরণ সংগঠিত হয়েছিল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো।

তিনি আরও বলেন, আল্লামা আহমদ শফি একাধারে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, কওমী মাদ্রাসাসমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রক কতৃপক্ষ 'আল হাইআতুল উলইয়া'র চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ছিলেন। তিনি আধ্যাত্মিকতায় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ বৃটিশ বিরোধী আন্দোলনের শীর্ষনেতা শাইখুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর খেলাফত প্রাপ্ত ছিলেন।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, দেশ ও জাতির কল্যাণে বিশেষত কওমী অঙ্গনের জন্য আল্লামা আহমদ শফীর অবদান ও হাদীস অধ্যাপনার জগতে তার খেদমত চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের সুউচ্চ স্থানে আসীন করুন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ