শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্যোগে হতদরিদ্রদের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনার এই পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহ সেনানিবাসের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মহীন ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবণ ও সাবান।

বুধবার সকালে আর্টডকের ৪০৩ ব্যাটল গ্রুপের ২১ ইষ্ট বেঙ্গলের তত্ত্বাবধানে নগরীর ২৯নং ওয়ার্ডের বাদেকল্পা এলাকায় ৩০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের আরও ৩০০ পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ